পাখনা মেলে আসে,
সবার হৃদয় মেতে ওঠে
আনন্দ উল্লাসে।
রাত হলে puja, ঈদ যায় পালিয়ে
মনটা খারাপ করে।
আসবে ফিরে পরের বছর
আশার পালকি চড়ে।
অনেক ফান্নি কবিতাটি তাই না ?
আমার কাছে ফান্নি আপনার কাছে ফান্নি নাও হতে পারে। so, আপনার কাছে কেমন লাগলো সেটিই জানতে চাই। আর জানাতে হলে comment করুন।
0 comments:
Post a Comment