দেখা হল এক বন্ধুর সঙ্গে। রসিক বন্ধুটি গোপালের
আলু-খরিদ করার কথা শুনে বলল, তুমি যদি আলু বিনি
পয়নায় খরিদ করতে পার দশ টাকা পুরস্কার পাবে।
আলু ফাউ দেবে তুমি আমাকে বল?- গোপাল ভাঁড় |
গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উসকে দিল। মনে করেছিল গোপাল পারবে না।
গোপাল বন্ধুকে বললে, ‘ও এই কথা? তুমি আমার সঙ্গে
হাটে চল দেখবে, দিব্যি বিনি পয়সায় আলু কিনে নিয়ে
বাড়ি ফিরব।’ কাউকেও কোনও পয়সা দিব না। তা তুমি
সচক্ষে দেখতে পাবে।
হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু-বিক্রেতাকে জিজ্ঞেস করলে ভাই, আমি যদি তোমার কাছ থেকে পাঁচ-সের আলু
কিনি, ক’টা আলু ফাউ দেবে তুমি আমাকে বল?
শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি।
আলুওয়ালারা বললে পাচটা করে আলু ফাউ পাবেন
পাঁচটা করে আলু তুলে নিয়ে বলল, ‘এই হাটে কেবল
ফাউটা নিলাম, সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে পাঁচ সের করে আলু কিনব। সকলেই হা করে
তাকিয়ে তাকিয়ে দেখল।
গোপাল দিব্যি বিনি পয়সার আলু কিনে বাড়ি ফিরল।
বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে দশ
টাকা পুরস্কার দিতে হল। না দিলে হয়ত গোপাল কোনও
সময় ১০০ টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে। তার চেয়ে আগে দেওয়া ভাল।
0 comments:
Post a Comment