চমৎকার হরিণ ও তিন বন্ধু - Chomotkar Horin o Tin Bondhu - India bagla bharat jokes টিনা, লালু আর বনি তিন বন্ধু। টিনা কচ্ছপের ছানা, লালু খরগোশের ছানা ও বনি কাঠবেড়ালির ছানা। ওদের মধ্যে খুব ভাব।
সেদিন ওরা বনের একটি শালগাছের নিচে বসে খেলছিল। কখনও ছোঁয়াছুঁয়ি, কখনও লুকোচুরি বা শুয়ে শুয়ে আকাশ দেখা।
বিকেল যখন শেষের পথে ওরা দেখল একটা হরিণ দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। টিনা বলল, “ও হরিণ ভাই, কী খবর? কোথায় যাও?”
“বাসায়, আজ আমার ছোটমেয়ের জন্মদিন। কাজে আটকে গিয়েছিলাম। আজ সময় নেই, অন্যদিন কথা হবে।” বলল হরিণ।
![]() |
চমৎকার হরিণ ও তিন বন্ধু - Chomotkar Horin o Tin Bondhu - India bagla bharat jokes |