মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসত। সে লোকটা নানা
ভাষায় কথা বলত। কি যে তার আসল মাতৃভাষা, কোথায় তার আসল দেশ কেউ জানতো না।
সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ। প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত।
যেমন বাংলা বলত, তেমনি হিন্দী বলত, আবার ফার্সীও বলত।
![]() |
মন্ত্রী মশাই, আমার নামও গোপাল ভাঁড় |