রুমেল ও তার বউ মুখোশ পার্টিতে যাবে। শেষ মুহুর্তে রুমেলের বউ বললো সে যাবেনা,তার মাথা ধরেছে।তাই রুমেল একাই একটা স্পাইডারম্যানের মুখোশ পড়ে পার্টিতে গেলো।ঘন্টাখানেক পর রুমেলের বউও মত পাল্টিয়ে একটা মুখোশ নিয়ে পার্টিতে গেলো একা একা রুমেল কি করে দেখতে।
গিয়ে দেখে স্পাইডারম্যান মুখোশ পড়া লোকটির আশেপাশে অনেক মহিলার ভীড়!
গিয়ে দেখে স্পাইডারম্যান মুখোশ পড়া লোকটির আশেপাশে অনেক মহিলার ভীড়!