বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান দেশে ঘুড়ি উড়ানো একটি বিনোদনমূলক খেলা - Bangladesh Bharat Pakistan Afganistan Deshe Ghuri Urano Ekti Binodonmulok Khela ১৭৪০ সালের দিকে নায়েবে নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে ঢাকায় ঘুড়ি উড়ানো উৎসব একটা ঐতিহ্যে পরিণত হয়। তখন থেকেই আমাদের দেশে বাণিজ্যিকভাবে ঘুড়ি তৈরি শুরু হয়। বাড়ির ছাদ, খোলা মাঠ থেকে আকাশে অনেক ঘুড়ি উড়তে দেখা যায়। বর্তমানকালে বিনোদনের এতসব উপকরণ থাকা সত্ত্বেও ঘুড়ি উড়ানো একেবারে বন্ধ হয়ে তো যায়ইনি, বলা যায় ভালো রকমেই টিকে আছে।
![]() |
বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান দেশে ঘুড়ি উড়ানো একটি বিনোদনমূলক খেলা - Bangladesh Bharat Pakistan Afganistan Deshe Ghuri Urano Ekti Binodonmulok Khela |