সে বলল, “আমি পুরো সাগরটাই পান করে ফেলতে পারি।
নদী ছোটনদী ও সাগর - Nodi Chotonodi and Sagor |
নদী ছোটনদী ও সাগর - Nodi Chotonodi and Sagor
“কিছুতেই তুমি তা পার না।”
“নিশ্চয়ই পারি। এসো, বাজি ধরা যাক। এক হাজার রুবল বাজিতে আমি পুরো সাগর পান করতে পারি।”
পরদিন সকালে সবাই মিলে সেই লোকটির কাছে এসে হাজির।
“কী হে! যাও সমুদ্র পান কর অথবা এক হাজার রুবল দাও।”
সে বলল, “আমি বলেছিলাম সমুদ্র পান করব, কিন্তু নদীকেও পান করব এমন কথা তো আমি বলিনি। নদী ও ছোট নদীতে বাঁধ দাও, যাতে এর জল সমুদ্রে না পড়ে। তবেই আমি সমুদ্রকে পান করব।... নদী ছোটনদী ও সাগর - Nodi Chotonodi and Sagor
0 comments:
Post a Comment